আচ্ছা! প্রথম ট্রেকিং শুরু করতে কি কি লাগে?

ট্রেকিং –এর মতো অ্যাডভেঞ্চারাস ট্রাভেলের প্রচলন হওয়ার পর থেকে, এমনি বাক্স প্যাঁটরা নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছেটা অনেকের মধ্যেই কমে যাচ্ছে। কিন্তু, সারাদিন পাথর, জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে বেড়ানোর মতো কষ্টকর ট্রেকিং করতে হলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগে যেটা সচরাচর ঘুরতে যেতে লাগে না।

আমি নিজেও যখন প্রথমবার গেছিলাম তখন আমিও চিন্তায় পড়ে গেছিলাম — “ ওরে বাবা ফার্স্ট টাইম ট্রেক –এ যাচ্ছি, কি কি নিতে হবে কি করে জানব? কেউ একজন বলে দিলে ভালো হয় ”।

প্রথমে মাথার সুরক্ষার জন্য মোটামুটি যা কিছু লাগে

  • উলের কান ঢাকা টুপি (woollen cap) -১টা
  • সাধারণ টুপি (normal P cap) -১টা
  • *হনুমান টুপি (monkey cap) -১টা

শরীরের অপরের অংশ ঢাকার জন্য যেগুলো প্রয়োজন –

  • ফুল হাতা পাতলা টি-শার্ট(full sleeve t-shirt) ২টো
  • পশমের (Fleece) টি-শার্ট -১টা
  • *পশমের জ্যাকেট (fleece jacket) -১টা

কমরের নিচ থেকে পা পর্যন্ত –

ট্রেকিং প্যান্ট অথবা ট্র্যাক প্যান্ট (normal track pant) -২টো

পা যা কিছু দিয়ে ঢাকবে –

  • হাই নেক ট্রেকিং বুট (trekking shoe) -১ জোড়া
  • *সুতির মোজা (cotton socks)ন্যুনতম -২ জোড়া

পরার জিনিসপত্র বাদে কিছু অতি প্রয়োজনীয় জিনিসপত্র –

  • *রুক্‌স্যাক বা ব্যাকপ্যাক ৪৫L বা তার ওপরে, রেনকভার সমেত (ruckshak with raincover)
  • **স্লিপিং ব্যাগ, স্লিপিং ম্যাট, টেন্ট
  • *জলের বোতল ১ লিটার করে -২টো
  • মেস্‌টিন, কাপ এবং চামচ -১টা করে
  • হেড টর্চ এবং এমনি টর্চ অতিরিক্ত ব্যাটারি সমেত (Head Torch with extra cells) -১টা করে
  • ওয়াকিং স্টিক (walking stick)

কিছু শুকনো খাওয়ার বাতাম, কিশমিশ এরকম পুরোটা পড়তে ক্লিক করো এখানে…

https://www.abinashj.com/first-time-going-to-trekking-what-should-i-carry/

--

--

Content Creator | Bengali travel Blogger | Explorer @ https://www.abinashj.com/

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store