একটা ছোট্ট ছড়া নিজেকে নিয়ে!

Abinash Jana
Jun 3, 2021

--

ছোট্টটি সে ছিল তখন, কাপড় ঘিরে করত কিবা
শিব, কৃষ্ণ সবে মিলে চেয়ার তলে রাত্রি দিবা!
ধূপ ধুনো দেয়, প্রদীপ জ্বলে, নকুল দানা, গঙ্গা জলে,
ধান দুব্ব, ফুলের মালা, আপন মনে করত খেলা!
এখন সে সব চুলোয় গেছে, পাহাড় প্রেমে মন মজেছে
কাপড় ফেলে টেন্ট নিয়ে আজ, ছুটছে মনের উল্লাসেতে!
অনেক কিছু পিঠের স্যাকে, স্টোভ, ক্যামেরা, ফোনের জ্যাকে,
পাথর খাঁজে, আকাশ তলে, বরফ জলে, হেঁটেই চলে,
খুঁজছে কি সে, কেই বা জানে, কিসের নেশায়, কিসের টানে..!
- অবিনাশ জানা!

--

--

Abinash Jana

Content Creator | Bengali travel Blogger | Explorer @ https://www.abinashj.com/

More from Abinash Jana