Sitemap

ডাউন জ্যাকেট বাছব কীভাবে? how to choose a right Feather Jacket!

2 min readMar 17, 2020

--

প্রচন্ড হাড় হিম করা ঠাণ্ডা, এদিকে দেখলাম যে ফেদার জ্যাকেট (feather jacket) নিয়েছিলাম সেটা দিয়েও কোনও কাজ হচ্ছে না। ব্যাস ট্রেকের দফারফা।

এইরকম শোচনীয় অবস্থায় যাতে না পড়তে হয়। জ্যাকেট নেওয়ার আগে চট করে আমার এই ব্লগটা পড়ে ফেলো।

কোন কোন বিষয় বলব –

1)ফেদার জ্যাকেট (feather jacket) কত রকমের হয়

2)জ্যাকেট কীভাবে বাছব।

3) হলোফিল্‌ (Hollow fill) এবং ডাউন জ্যাকেটের পার্থক্য

ডাউন জ্যাকেট (Down Jacket) কত রকমের?

ট্রেকে সাধারনত তিন রকমের জ্যাকেট ব্যবহার করা হয়ে থাকে।

i. সিনথেটিক (Synthetic) হলোফিল জ্যাকেট

ii. ডাউন ফেদার জ্যাকেট

হলোফিল্‌ সিনথেটিক অথবা ডাউন জ্যাকেট

উইন্টার ট্রেকের সবথেকে উপযোগি শীতের পোশাক হল এই হলফিল বা ডাউন জ্যাকেট। ট্রেক, হাইকিং অথবা কোনও এক্সপেডিশান সব জায়গাতেই এই জ্যাকেট ব্যবহার করা হয়ে থাকে।

তাহলে এই হলোফিল জ্যাকেট (hollow fill jacket)মানে কি?

যেকোনোও ধরনের প্যাডেড(padded) জ্যাকেটই হল হলোফিল্‌ জ্যাকেট। এবারে জ্যাকেটের “হলো” অর্থাৎ “ফাঁকা জায়গা” কোন মেটেরিয়াল দিয়ে ভরা সেটা অনুযায়ী তার নাম আলাদা হয়।

যদি সিনথেটিক দিয়ে ভরা থাকে তাহলে হলোফিল সিনথেটিক। আর যদি ফেদার অর্থাৎ পালক দিয়ে ভরা থাকে ফেদার জ্যাকেট অথবা অথবা ডাউন জ্যাকেট বলা হয়ে থাকে।

হলোফিল্‌ সিনথেটিক (Synthetic Hollow fill)

জ্যাকেটের কাপড়ের ভেতরে সিনথেটিক তুলো ভোরে এটা বানানো হয়। তুলোর ভেতরের ফাঁকা অংশে শরীরের গরম ধরে রাখে। সিনথেটিক তুলো(Synthetic Cotton) স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে ভালো কাজ দেয়। ভিজে গেলেও খুব বেশি চুপসে যায় না এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়।

তবে সিনথেটিক তুলো (Synthetick Cotton) পালকের (Feather) থেকে অপেক্ষাকৃত ভারি ধরনের হয়। পালকের মতো খুব বেশি চুপসে যায় না ফলে বেশি জায়গা নেয়।

ফেদার বা ডাউন জ্যাকেট (Down Jacket)

ফেদার জ্যাকেটে তৈরি হয় ফেদার অর্থাৎ পালক দিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে হবে কিসের পালক?

আমি আগে ভাবতাম হয়তো যেকোনো পালক কুচিকুচি করে কেটে কাপড়ের ভেতর ভোরে সেলাই করে দেয়।

কিন্তু ফেদার জ্যাকেটে “ডাক ডাউন” অর্থাৎ হাসের পাখনার বড় বড় পালকের তলায় যে ছোট ছোট তুলোর মতো পালক থাকে, সেই পালক ব্যবহার করা হয়ে থাকে। এই পালক গুলো খুবই নরম এবং প্রচুর পরিমানে গরম হাওয়া ধরে রাখতে পারে।

এই ডাক ডাউন জ্যাকেট হাল্কা (lite), ফোল্ডিং(folding) করে রাখারা সময় খুবই কম জায়গা নেয়।

তবে বৃষ্টিতে ভিজে গেলে পালক চুপসে যায়। যেটা শুকনো হতেও যথেষ্ট সময় নেয়।

ডাউন ফিল পাওয়ার কি?

জ্যাকেটের ভেতরে পালক ভর্তি ফোলা ভাব এবং কাপড়ের কোয়ালিটি দিয়েই জ্যাকেটের ফিল পাওয়ার হিসেব করা হয়ে থাকে। ফিল পাওয়ার বেশি মানে সেই জ্যাকেটে এয়ার প্যাকেট ও কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি এবং জ্যাকেট তুলনামূলক ভারি।

Read more..

--

--

Abinash Jana
Abinash Jana

Written by Abinash Jana

Content Creator | Bengali travel Blogger | Explorer @ https://www.abinashj.com/

No responses yet