দাবানলের পরে গজাবুরু! After Forest fire in Gajaburu Hill!

Abinash Jana
2 min readMar 2, 2021

--

Gajaburu forest fire

গজাবুরু, পুরুলিয়া

২৫সে ফেব্রুয়ারি ২০২১, কথা ছিল টিমের সাথে ওইদিন রাতেই যাওয়ার। কিন্তু কাজের চাপের জন্য যেতে পারলাম না।

ঠিক করলাম নেক্সট দিন যাবো।

বেলার দিকে ফোনে চন্দ্রকে ফোন করলাম “কিরে কি অবস্থা?”।

ও জানালো — “প্রচণ্ড গরম পড়েছে আর হাওয়াও বইছে বেশ। রকে হাত দেওয়া যাচ্ছে না যেন হাত পুড়িয়ে দেবে এমন।”

রাতে খবর এলো গজা তে আগুন। মনে হয় ড্রাই ওয়েদার, শুকনো ঘাস আর তার ওপর প্রচণ্ড গরম যেটা আগুন লাগার কারন।গ্রুপে ছবি দেখে আরও চিন্তা বেড়ে গেল।

আগুন যে গজাবুরুতেই লেগেছিল সেটা নয়। আগুন লেগেছিল অন্যদিকে। কিন্তু হাওয়ার জন্য আগুন আরও ছড়িয়ে পড়েছিল। নেক্সট দিন শুক্রবার রাতে ট্রেন ধরে শনিবার পৌঁছে গেলাম গজাবুরু।

গজাবুরু, পুরুলিয়া

২৫সে ফেব্রুয়ারি ২০২১, কথা ছিল টিমের সাথে ওইদিন রাতেই যাওয়ার। কিন্তু কাজের চাপের জন্য যেতে পারলাম না।

ঠিক করলাম নেক্সট দিন যাবো।

বেলার দিকে ফোনে চন্দ্রকে ফোন করলাম “কিরে কি অবস্থা?”।

ও জানালো — “প্রচণ্ড গরম পড়েছে আর হাওয়াও বইছে বেশ। রকে হাত দেওয়া যাচ্ছে না যেন হাত পুড়িয়ে দেবে এমন।”

রাতে খবর এলো গজা তে আগুন। মনে হয় ড্রাই ওয়েদার, শুকনো ঘাস আর তার ওপর প্রচণ্ড গরম যেটা আগুন লাগার কারন।গ্রুপে ছবি দেখে আরও চিন্তা বেড়ে গেল।

আগুন যে গজাবুরুতেই লেগেছিল সেটা নয়। আগুন লেগেছিল অন্যদিকে। কিন্তু হাওয়ার জন্য আগুন আরও ছড়িয়ে পড়েছিল। নেক্সট দিন শুক্রবার রাতে ট্রেন ধরে শনিবার পৌঁছে গেলাম গজাবুরু।

continue reading…

--

--

Abinash Jana

Content Creator | Bengali travel Blogger | Explorer @ https://www.abinashj.com/

More from Abinash Jana