50L, 65L রুকস্যাকে লিটার মানে কি? what’s L in rucksack?

Abinash Jana
1 min readNov 24, 2019

--

আমার তো ট্রেকিং ব্যাগ দেখলেই মনে হতো রুকস্যাকে লিটার মানে কি? ট্রেকিং ব্যাগ বা কিনতে দোকান বা অনলাইন যেখান থেকেই হোক, কিনতে গিয়েই দেখি রুকস্যাকের ওপর বড়, ছোট বিভিন্ন আকারে লেখা 35L, 45L, 65L। আমি তো প্রথমে ভেবেছিলাম, হয়তো এগুলো যে ৫০ লিটার মানে অতো কিলো ওজন ধরে। কিন্তু পরে দেখলাম আরে যদি তাই হতো, ৫০ কিলো চাল তো এতেই ধরে যেতো। কিন্তু সেটা নয়। তাই এই ব্লগে বলব আসলে এই সংখ্যাগুলো কিসের জন্য ব্যাবহার করে।

আসলে রুকস্যাকে লিটার মানে কি অতোটা ওজনের মালপত্র নিতে পারে?

না, রুকস্যাকের ওপর যে 20 liter, 35 liter, 55 liter লেখা, তার মানে এই নয় যে ওটা অত লিটার ওজন বইতে পারবে।

পুরোটা পড়তে ক্লিক করো এখানে

#আসলেরুকস্যাকেলিটারমানে #রুকস্যাক #রুকস্যাকেলিটারমানে #লিটারমানে #ট্রেকিং ব্যাগ

--

--